ইন্টারনেটে আয় করার মত অনেক পদ্ধতির নাম আমরা শুনেছি। কিন্তু কোনটির আয় করার পদ্ধতি কিরকম তার বিস্তারিত আমরা অনেকেই এখনো ভালভাবে জানিনা। তবে এটা সত্য যে আমরা যদি অনলাইন থেকে আয়ের ব্যাপারে একটু সতর্ক হই এবং ভালভাবে জ্ঞান লাভ করি তবে আমরা প্রত্যেকেই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যাহা আমাদের ব্যক্তি এবং রাষ্ট্র দুটি ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। বিভিন্ন প্রকার কাজের মধ্যে ইন্টারনেট থেকে আয়ের সবচেয়ে সহজ কাজটির নাম হল PTC (paid to click)। কাজটি অত্যন্ত সহজ হলেও এটি করতে আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি। কেননা সঠিক পদ্ধতি না জানলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। পাশাপাশি এই কাজের জন্য যেসকল কোম্পানি আছে তার মধ্যে শতকরা ৯০ টিই হচ্ছে প্রতারনামূলক। অর্থাৎ যারা কিনা কাজ করিয়ে নেয় ঠিকই কিন্তু কোন টাকা পরিশোধ করে না।
PTC তে কাজ করার পূর্বে আপনাকে একটি আন্তর্জাতিক একাউন্ট খুলতে হবে টাকা তোলার জন্য আর এই একই একাউন্ট আপনি সবক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি হতে পারে Paypal/Alertpay। তবে জেনে রাখা দরকার যে Paypal বাংলাদেশে এখনো সাপোর্ট করে না। তাই আপনাকে Alertpay তে একটি একাউন্ট খুলতে হবে। Alertpay তে চেকের মাধ্যমে টাকা তোলার সিস্টেম রয়েছে। তাই এখানে টাকা তুলতে কোন ঝামেলা হয় না বললেই চলে।
1 comments:
great post.realy it will be very useful to those who are wishing to income through internet. internet income
Post a Comment